গোপালপুরে বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

0
29

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধুর জন্ম দিন পালিত। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন রবিবার সকাল সাড়ে ১১ টায় পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠান, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, শিশু সমাবেশ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের সঙ্গে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সৈয়দা ইয়াসমিন সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান,
অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মুনাদেরুল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শরীফ আব্দুল বাছেদ, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।