গোপালপুরে মাস্ক ব্যবহার না করায় পাঁচজনকে জরিমানা

0
85

মো. নুর আলম, গোপালপুর  প্রতিনিধি: মাস্ক ব্যবহার না করার দায়ে গোপালপুর উপজেলার পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, সঙ্গে ছিলেন গোপালপুর থানার এসআই আখতারুজ্জামান সোহাগ, ও পুলিশ সদস্য প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে অর্থদন্ডে দণ্ডিত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস বলেন, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণি–পেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।