৭ মামলায় জামিন পেলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

0
81

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা ৭ মামলায় জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আজ নিপুণ রায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে-রমনা মডেল থানার দু’টি ও পল্টন মডেল থানার পাঁচটি মামলা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

নথি থেকে গেছে, এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুণ রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছর ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করে। ওইদিন প্রধান বিচারপতির বাসভবনে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলাগুলো করা হয়।