১৩ হাজার ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম টানেল উদ্বোধন করলেন মোদি

0
72

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং-এ ১৩ হাজার ফুট উচ্চতায় নির্মিত বিশ্বের দীর্ঘতম টানেলের উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই লেনের টানেলটির নাম দেওয়া হয়েছে ‘সেলা টানেল’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি। প্রায় ৮২৫ কোটি রুপি ব্যয়ে সেলা টানেল প্রকল্প দুটি টানেল নিয়ে তৈরি হয়েছে। প্রথমটি ৯৮০ মিটার দীর্ঘ টানেল যা একটি একক টিউব টানেল। দ্বিতীয়টি ১ হাজার ৫৫৫ মিটার দীর্ঘ টানেল যা টুইন টিউব টানেল।

জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তি ও অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে এই টানেল। ফলে তুষারপাতে প্রভাবিত হবে না এই টানেল।

এদিকে ভারতের জন্য কৌশলগত কারণে এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে চীন সীমান্তের সঙ্গে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমে যাবে। এতে অরুণাচল প্রদেশের এই টানেলটি তাওয়াং সেক্টরের সামনের দিকের এলাকায় অস্ত্র ও সেনাদের দ্রুত পৌঁছনোর ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে।

এনডিটিভি আরও বলছে, শনিবার এই টানেল ছাড়াও অরুণাচল প্রদেশে ৪১ হাজার কোটি রুপিরও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি।