রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
21

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ”। “শেখ হাসিনার বারতা, নারী- পুরুষ সমতা” এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসুচি, বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না । গেস্ট অফ অনার ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেফালী বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা নারী উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সরকারের নারী উন্নয়ন নীতির প্রশংসা করেন। এসময় তারা সমগ্র দেশের নারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও একতাবদ্ধ হওয়ার আহবান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক, নারী নেত্রী, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে রচনা প্রতিযোগিতায় ৩জনক পুরস্কার প্রদান করা হয়।