চিতলমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

0
218

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আলোচনা সভা, ডকুমেন্টারী প্রদর্শনী, কবিতা আবৃত্তি,জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর পূর্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সমনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও মোঃ আসমত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেনসহ সরকারি বেসরকারির কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃন্দ।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অডিটরিয়মে ইউএনও মো: আসমত হোসেনের সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চলনায় একআলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্থরের মানুষ বক্তব্য রাখেন।