দুর্গাপুরে ঐতিহাসিক ৭ইমার্চ দিবস পালন করলো শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন

0
356

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করেছে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাংবাদিক সমিতির মিলনায়তনে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে ও সাংবাদিক মামুন রণবীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার ।

মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন কবি এনামুল হক পলাশ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম উদ্দিন সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, শিক্ষক আমিনুল হক, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহ সভাপতি নুরুল হুদা উজ্জ্বল, কবি দুনিয়া মামুন, জীবন চক্রবর্তী,শাওন হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকিয়া সুলতানা জবা, মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দান) ৭ কোটি বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা দেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম— এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” তার বজ্রকণ্ঠের বাংলার আকাশে—বাতাসে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা, গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র। তার এই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।