আজ জাতীয় ভোটার দিবস

0
81

আজ (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। দেশে প্রথম জাতীয় ভোটার দিবস পালন হয়েছিলো ২০১৯ সালের ১লা মার্চ। পরবর্তী বছরগুলোতে সরকারি নির্দেশেই ২রা মার্চ পালিত হয় এই দিবস।

প্রথমবার জাতীয় ভোটার দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত হলেও পরের বছরে দিবসটির কার্যক্রম সীমীত হয়ে পড়ে। ব্যয় সাশ্রয় করতে এবছর শোভাযাত্রাও করবে না নির্বাচন কমিশন (ইসি)। এবছর ভোটার দিবসের প্রতিপাদ্য ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভোটার দিবসের আয়োজনের বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ভোটার দিবসের উদ্বোধন হবে বেলা সাড়ে ৩টায়। তারপর বিকেল ৪টায় আলোচনা সভা আছে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তিনি বলেন, ব্যয় সাশ্রয়ের জন্য এবার শোভাযাত্রা হবে না। দিবসটির গুরুত্ব কমেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কমেনি, বরং বেড়েছে। র‍্যালি (শোভাযাত্রা) না করলেই গুরুত্ব কমে যায় না।’

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ সামনে রেখে এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। একটি স্মার্ট দেশের প্রথম ধাপ হচ্ছে স্মার্ট নাগরিক। স্মার্ট দেশ হতে গেলে স্মার্ট ভোটার লাগবে। ভোটারদের স্মার্ট করার জন্য ইসির কোনো ভূমিকা থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে এই কাজ করছি। নাগরিকদের ফিঙ্গার প্রিন্ট, চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে তথ্যভান্ডারে রাখা হচ্ছে। এর ফলে যাতে কেউ দুবার ভোটার হতে না পারে, সে ব্যবস্থা করছি।’

সাবেক নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রথম শুরু করা সব অনুষ্ঠানই একটু জাঁকজমকভাবে করা হয়। কোনো কমিশন এটাকে অত্যন্ত গুরুত্ব দেবে, কোনো কমিশন দেবে না। আবার বাজেটের একটা বিষয় আছে। সেই কারণেও হয়তো জাঁকজমকপূর্ণ হবে না। আবার যেহেতু কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সে কারণেও হতে পারে।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ভোটার আছে কিন্তু ভোট নেই, ভোট দেওয়ার সুযোগ নেই। ভোট সঠিকভাবে গণনার কোনো নিশ্চয়তাও নেই। তিনি আরও বলেন, ভোটার বাড়লেও ভোটারের মর্যাদা তো বাড়েইনি, বরং কমেছে। ভোটার দিবসটি প্রহসনে পরিণত হয়েছে।

এছর নির্বাচন কমিশনের খসড়া হিসেব অনুসারে, দেশে বর্তমান ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং হিজড়া ৯২৪ জন। যদিওআজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে ইসির।