শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ‘মুক্তিযুদ্ধের গল্পের আসর’

0
135
শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের গল্পের আসর

আরিফুল ইসলাম শ্যামল: শ্রীনগরে লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ‘মুক্তিযুদ্ধের গল্পের আসর’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে শ্রীনগর স্টেডিয়াম মাঠে মুক্তিযুদ্ধের গল্পের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. আবুজাফর রিপন, বিপিএএ।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খান, তাজুল ইসলাম, আজিজুল ইসলাম, আব্দুল বারেক খান বারী, ফজলুর রহমান, হামিদুল্লাহ্ খান মুন, গাজী শহিদুল্লাহ্ কামাল ঝিলু, আলী আকবর, নাজির হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম শেখ, হোগলাগাঁও আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিত্র, কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলানন্দ বসু, কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিম খান, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস্ আরা বেগমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ। অনুষ্ঠান স ালনা করেন উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি।

উপজেলার মোট ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গল্পের আসর প্রয়োগিতায় অংশ নেন। এদিন প্রতিযোগিতায় সেরা ১০ জনকে স্বর্ণ পদক দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রতিটি বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থীকে পুরস্কিত করা হয়। এ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বাছাইকৃত ১০০ জনের লেখার ওপর বই প্রকাশ করা হবে।