রংপুর বরিশাল ছাপিয়ে সাকিব তামিম

0
76

দশম আসর হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ু এতটাই ক্ষণস্থায়ী যে চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ানস দ্বৈরথের মতো কোনো লড়াই দাঁড়ায়নি। বাংলাদেশের ভৌগোলিক আয়তন এবং ভাষা ও সংস্কৃতিগত অভিন্নতার কারণে বিভাগকেন্দ্রিক কোনো আলাদা পরিচিতির সত্তাও তৈরি হয়নি। তবুও বুধবার বিপিএলের ফাইনালে ওঠার জন্য রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের লড়াইকে ঘিরে যে উত্তাপ, তার পেছনে একটাই কারণ, সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি। এক কালের ‘বন্ধু’ থেকে রীতিমতো ঘোষিত ‘শত্রুতে’ পরিণত হওয়া দুজনের দল আরও একবার মুখোমুখি খেলার মাঠে। সাকিব আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি, তামিম দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। তবে মিরপুরের মহারণে সাকিব-তামিমকে ছাপিয়ে পার্শ্ব চরিত্ররাও হয়ে উঠতে পারেন নায়ক, অন্তত ইতিহাস সে কথাই বলছে।

শেষ লড়াইয়ের জন্য সেরা সব সেনানীদের ভাড়া করে এনেছে দুই পক্ষই। বরিশাল দলে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন ডেভিড মিলার, রংপুরে ফজল হক ফারুকি। বোঝাই যাচ্ছে, পরিকল্পনা করা হয়েছে আটঘাট বেঁধেই। বাঁহাতি মারকুটে ব্যাটসম্যানের বিপক্ষে কাজ করে না সাকিবের বাঁহাতি স্পিন, অতীতে রায়ান বার্ল কিংবা ক্রিস গেইলের সামনে অনেকবারই অকেজো হতে দেখা গেছে তাকে। অন্যদিকে রংপুর দলে নিয়েছে ফজল হক ফারুকিকে। এই আফগান পেসার রীতিমতো অতিষ্ঠ করে তুলেছিলেন তামিমের জীবন, আফগানিস্তানের বিপক্ষে খেলা শেষ ৯ ম্যাচের ৪টিতেই এই বাঁহাতি ব্যাটসম্যান আউট হয়েছিলেন ফারুকির বলে। বিশ্বকাপে তামিমকে প্রথম ম্যাচে নিচে ব্যাট করার অনুরোধ সংক্রান্ত যে ঘটনা থেকে বিস্ফোরণ, সেটার সূত্রপাত তো ফারুকিকে ঘিরেই। প্রায় সাড়ে চারশ রান করা তামিমকে থামাতে কি এটাই রংপুরের মাইন্ড গেম? এই নিয়ে অবশ্য বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল খুব একটা চিন্তিত নন, ‘ফারুকির যে ব্যাপারটা, এটা আরও ২ বছর আগের ঘটনা। এখন সে অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ তামিমও খুব ভালো অবস্থায় আছে। ২-৩ বছর আগের ঘটনা, এখন পুনরাবৃত্তি হওয়ার কোনো কারণ নেই।’

বরিশালের শক্তির জায়গা টপ অর্ডার ব্যাটিং, তামিম ইকবাল ৪৪৩ রান করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সঙ্গে কাইল মেয়ার্সও দিচ্ছেন দারুণ সঙ্গত, দুজনে মিলে রানের চাকাটাকে সচল রাখছেন জোরালো গতিতেই। রংপুরের অবস্থা ঠিক উলটো, টপ অর্ডারেই ঘাটতি। মাঝে যে কটা দিন বাবর আজম খেলেছেন, তাদের শুরুটা ছিল ভালো। বাবর চলে যাওয়ার পর রনি তালুকদার, শামীম পাটোয়ারি, ব্রেন্ডন কিং, মমিনুল হক, রেজা হেনড্রিকস… কতজনই তো এসেছেন। কিন্তু রংপুরের টপ অর্ডারের সমস্যা দূর করতে পারেননি। প্রথম কোয়ালিফায়ারে হারের পর সেটা শেখ মেহেদি হাসান মেনেও নিয়েছেন, ‘সত্যি কথা বলতে আমাদের টপ অর্ডার এই টুর্নামেন্টে ফর্মে নেই। যদি ফর্মে থাকত তাহলে এত পরিবর্তন হতো না। বিদেশি খেলোয়াড় যারা আগে ছিল তারা টপ অর্ডারে ব্যাটিং করত। এখন হয়তো টপ অর্ডারে খেলার মতো বিদেশি ক্রিকেটার নেই তাই স্থানীয়দেরই দায়িত্ব নিয়ে ওপরে ব্যাট করতে হচ্ছে।’

কুমিল্লার বিপক্ষে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল রংপুর। যেখানে কুমিল্লা তোলে ১ উইকেটে ৬১। ম্যাচের গতিপথ অনেকটাই বদলে যায় সেখানেই। সেই সব নিয়ে অবশ্য আর ভাবতে চান না রংপুরের কোচ সোহেল ইসলাম, ‘গতকালের (সোমবারের) ম্যাচ নিয়ে আমরা আর চিন্তা করছি না সামনে যা আছে এটা নিয়েই চিন্তা করছি। শেষ ম্যাচ থেকে তো কিছু জায়গা শিখেছি কোথায় আমাদের উন্নতি করতে হবে। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাই। কালকের ম্যাচের পর তো আর কোনো অপশনও নেই। কালকের খেলা নিয়ে কীভাবে করলে কোন স্ট্র্যাটেজি ফলো করলে, কীভাবে আসলে করা যেতে পারে এগুলো নিয়ে আলোচনা করছি। কালকের ম্যাচের পর আমাদের ছেলেরা একটু ডাউন ছিল। আজ রিকভার করছি। কাল যেন আমরা পূর্ণ শক্তি নিয়ে ফেরত আসতে পারি।’

ফাইনালে পৌঁছে গেছে কুমিল্লা। তাদের মাথা থেকে মুকুট কেড়ে নেওয়ার জন্য কে হবে প্রতিপক্ষ সেই লড়াই রূপ নিয়েছে সাকিব আর তামিমের দ্বৈরথে। আউট করে উদযাপন, সেই উদযাপনের অনুকরণ; সব কিছু মিলিয়ে রীতিমতো খ-যুদ্ধের আমেজ। তবে দুই দলের কোচরাই যথাসম্ভব শান্ত থাকার এবং রাখার চেষ্টা করছেন দলের ভেতরকার পরিবেশ। সোহেল বলেছেন, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে তারাও দলের পার্ট। দলের পারফরম্যান্স, দলের প্লেয়ার এগুলো নিয়েই চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন নেই।’ অন্যদিকে বাবুলের মন্তব্য, ‘দুজন বাংলাদেশের সেরা খেলোয়াড়। দুজন দুই দলে, দুজনই চাইবে যার যার দলকে জেতাতে।’

স্নায়ুক্ষয়ী মুহূর্তগুলোতে বেশিরভাগ সময়ই দেখা যায় বাংলাদেশের ক্রিকেটাররা ভেঙে পড়েছেন। সেই ২০১৬’র টি-টোয়েন্টি বিশ্বকাপের বেঙ্গালুরু, অথবা নিদাহাস ট্রফির কলম্বো। সাকিব-তামিম মহারণে তাই পার্শ্বচরিত্র কারোরই নায়ক হয়ে ওঠার সম্ভাবনা বেশি। কুমিল্লার বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও যেটা হতে পারেননি জেমস নিশাম। এবার কি পারবেন? নাকি দিনটা হবে কিলার মিলারের, ১৩ বলে ১৭ রানের ইনিংসের জন্য নিশ্চয়ই তাকে উড়িয়ে আনেনি বরিশাল? কম যান না কাইল মায়ার্সও, ৪ ম্যাচে তার কাছ থেকে ব্যাটে বলে দারুণ সার্ভিস পেয়েছে বরিশাল। নাকি ফারুকির কাছে আত্মসমর্পণ করবে তামিমের দল। এমন অনেক খন্ড খন্ড লড়াইয়ের জন্য ২০ দুগুণে ৪০টা ওভার বড্ড কম পড়ে যাচ্ছে!