ঘোড়াঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

0
33
ঘোড়াঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী বের করা হয়

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা মৎস্য অফিসার মো. রিয়াজ মোর্শেদ রঞ্জু, ইউপি চেয়ারম্যান ছদের আলী খন্দকার, আসাদুজ্জামান ভুট্টু ও সাজ্জাত হোসেন, ইউপি সচিব আহসানুল হক, বিষ্ণুপদ সরকার, প্রদীপ কুমার সরকার রায় সহ অনেকে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন।