চিতলমারীর রহমতপুর কলেজিয়েট স্কুলের ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

0
95

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:জমজমাট আয়োজনের মধ্যদিয়ে চিতলমারীর রহমতপুর কলেজিয়েট স্কুলে (প্রস্তাবিত-শেখ হেলাল উদ্দীন কলেজিয়েট স্কুলের) ৫২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতিমোঃ বাদশা মিয়া শেখের সভাপতিত্বে তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়,মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ কামরুন নেছা,ভাইসচেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ খসরু শেখ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ নিজাম উদ্দীন শেখ, মাসুদ সরদার, কাজী আবু শাহীন, অলিউজ্জামান জুয়েল,মোঃ এনায়েত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম আবদুছ ছালাম। উদ্বোধনী অনুষ্ঠানে দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জলন,মার্চ পাস্টের পর প্রধান আকর্ষনীয় গ্রাম বাংলার ঐতিহ্য বাহী লাঠিখেলা ও ভলিবল খেলা সহ বিভিন্ন প্রকার ইভেন্ট অনুষ্ঠিত হয়।