শেরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, নারী-শিশুসহ নিহত ২

0
186

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়াস্তিরচর গ্রামে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাতে এক অগ্নিকাণ্ডে ১টি বসতঘর ভস্মীভূত হয়েছে। ওই অগ্নিকাণ্ডে কামারেরচর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম (৭০) ও শিশু শরিফ মিয়া (৭) সহ দুইজন নিহত এবং ৪টি গরু মারা গেছে।

নিহত ফিরোজা বেগম পয়াস্তিরচর গ্রামের মোঃ আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ মিয়া একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে পয়াস্তিরচর গ্রামে মোঃ আমান উল্লাহ (মন্টু) গোয়ালঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে ফিরোজা বেগম গোয়ালঘরে গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। অপরদিকে শিশু শরিফ মিয়া ঘরের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এসময় গোয়ালঘরসহ দুটি বসতঘর ভস্মীভূত হয়। এতে কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি গরু মারা যায়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক ঘটনার নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন এবং সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।