দুর্গাপুরে কমিউনিস্ট পার্টির দু’দিন ব্যাপী সম্মেলন শুরু

0
163

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার দু’দিন ব্যাপী ২১তম সম্মেলন শুরু হয়েছে। শনিবার দুপুরে কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ৷ পরে একটি লাল পতাকা মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে উপজেলা সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি ও আদিবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

র‍্যালি শেষে টংক শহীদ স্মৃতি স্মম্ভ প্রাঙ্গণে জনসভায় উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুপন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমেরড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা সিপিবির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার৷ অন্যদের মাঝে বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবির যুগ্ম সাধারন সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, তাসলিমা আক্তার, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম,ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়ন সভাপতি অবন্তী কান্ত হাজং, ছাত্র ইউনিয়ন সভাপতি নুর আলম খান প্রমুখ।

বক্তারা, দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী ও ডেওটুকোন ব্রীজ দ্রুত নির্মাণ, বাহপাস রাস্তা,
নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম কমানো, দুর্গাপুর ও কলমাকান্দায় রেললাইন সম্প্রসারণ, জারিয়া – ঢাকা আন্তনগর ট্রেন চালু, শ্রমজীবী গ্রামীণ মজুরদের সারাবছর কাজ, কৃষি উপকরণের দাম কমানো, বেকার যুবকদের কর্মসংস্থান সহ বিভিন্ন দাবী বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা৷