ঘোড়াঘাটে শিক্ষা উপকরণ বিতরণের সমাপনী

0
30

ঘোড়াঘাট( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে হত দরিদ্র ও অসহায় ৩ হাজার নিবন্বিত ও কমিউনিটি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ( খাতা ও কলম) বিতরণের সমাপণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার চাঁদপাড়া বাজারে ঋষিঘাট গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির সহযোগীতায় এসব শিক্ষা উপকরণ বিতরণের সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জোতিষ চন্দ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ সহ অনেকে।

উল্লেখ্য যে, গত ২৯ জানুয়ারি থেকে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপি তাদের কর্ম এলাকার হতদরিদ্র ও অসহায় শিশুদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করে আসছিলেন।