মোংলায় অমর একুশে বইমেলা

0
77

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে তিনদিনব্যাপী একুশে বই মেলার শুভ উদ্বোধন করলেন বাগেরহাট-৩ মাননীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।

মঙ্গলবার(২০ফেব্রুয়ারি)মোংলা উপজেলা প্রসাশন ও মোংলা পোর্ট পৌরসভার পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বই মেলার উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।

বইমেলায় নানা ধরনের অনুষ্ঠানও আয়োজন করেছেন।সাজসজ্জাসহ নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভা।

প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বইমেলা দর্শনার্থী, পাঠক এবং জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সিনিয়র সাংবাদিক নুর আলম শেখ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌর কাউন্সিলর বৃন্দ।

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় ৫জন কবিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এবারের বই মেলায় বসেছে ২০টি স্টল। মেলার দেখা গেছে বইপ্রেমীদের উপচেপড়া ভিড়। বই মেলার পাশাপাশি শহীদ মিনার চত্বরে চলছে অমর একুশের নানা কর্মসূচি।