শ্রীনগরে রিকের ক্রীড়া উৎসব

0
123

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) রাঢ়িখাল ইউনিয়ন সমৃদ্ধি ও প্রবীন কর্মসূচির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। সোমবার সকালে বালাশুর বানিয়াবাড়ি খেলার মাঠে ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জোন রিকের জোনাল ম্যানেজার এমদাদুল হক।

রিকের শ্রীনগর এরিয়া ম্যানেজার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আল আরফা ইসলামি ব্যাংক ভাগ্যকুল ব্রা ম্যানেজার মো. নাসির উদ্দিন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, পিচওয়ে হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ শাহাদাত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রা ম্যানেজার আসাদুজ্জামান, এমআইএস অফিসার রাইসুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা জিহাদ হোসাইন, শুভ্রদেব মিন্ত্রি, রেদওয়ান হাসান শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন সমৃদ্ধি কর্মসূচি কো-অর্ডিনেটর মো. আলতাফ হোসেন।

দিনব্যাপী উৎসবমূখর পরিবেশ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন, নবীন-প্রবীণদের ফুটবল প্রীতি ম্যাচ, ছড়া, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।