হিলিতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0
50

হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে মরহুম এজাজ হোসেন চৌধরি ছোট স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর পৌর সভার আয়োজনে আজ শুক্রবার সকাল ১০ টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ছোটন স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী।

এ সময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহেদ মল্লিক বাবু, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টে হাকিমপুর (হিলি) পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে ৯ টি দল এই খেলাতে অংশ গ্রহন করবেন। উদ্বোধনী ১৬ ওভার খেলায় ১ নং চন্ডিপুর একাদশ ও ৬ নং ডাংগাপাড়া একাদশ অংশ নেন।

খেলা শেষ পর্যায় ১নং চন্ডিপুর একাদশকে তিন উইকেট হারিয়ে ৬নং ডাংগাপাড়া একাদশ ক্রিকেট জয়ী লাভ করেন

পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, দিনদিন যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পরছে। তাদের মাদক থেকে ফিরে আনতে হাকিমপুর (হিলি) পৌরসভার উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।এতে যুবসজাম খেলা ধুলার মধ্যে থাকলে তারা আর নেশা প্রতি আগ্রহ থাকবে না ।