হিলিতে রাইস মিলে ডাকাতি, ৪ লাখ টাকা লুট

0
80

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ইউনাইটেড রাইস মিল নামের একটি ধানের চাতালে ডাকাতির ঘটনা ঘটেছে। মিলের গোদি ঘর থেকে সিন্দুক ভেঙ্গে নগদ ৪ লাখ টাকা সহ বেস কিছু জিনিস পত্র নিয়ে যায় ডাকাতরা।

আজ বৃহম্পতিবার রাত ২ টায় হিলির চুড়িপট্রি এলাকায় ইউনাইটেড রাইস মিল নামে একটি প্রতিষ্ঠানে ডাকাতি ঘটনা ঘটেছে।

মিলের কর্মচারী শ্রী মিলন বলেন, মধ্য রাতে কয়েক জন্য রাইজ মিলে প্রবেশ করে। তাদের পবিচয় জানতে চাইলে তারা লাইনম্যান পরিচয় দেয় পরে ব্যাগ থেকে অস্ত্র বের করে তাদের মধ্যে একজন আমার হাত বেধে ফেলে পরে ম্যানেজার রুমে গিয়ে ম্যানেজারকে হাত বেধে মুখে টেপ পেচিয়ে প্রায় ৪ লক্ষ কাটা নিয়ে চলে যায়।

মিলের ম্যানেজার শুকুমার চন্দ সাহ বলেন, রাত ২ টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত নিজেদের লাইনম্যান পরিচয় দিয়ে রাইস মিলের গোদি ঘরের দরজা খুলতে বলে। এসময় দরজা খুলে দিলে ডাকাতদল ঘরে প্রবেশ করে কর্মচারীদের বেধে রেখে নগদ ৪ লাখ টাকা নিয়ে, মোবাইল ফোনের ব্যাটারি ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক অকেজো করে পালিয়ে যায়।

হাকিমপুর ও ঘোড়াঘাট থানার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, হিলির চুড়িপট্রি এলাকায় ইউনাইটেড রাইস মিল নামে একটি প্রতিষ্ঠানে ডাকাতি ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িতদের আটকের বিষয় পুলিশের অভিযান চলছে।