নীলফামারীতে নতুন ৯ জন করোনা পজেটিভ, মোট ৭২২

0
113

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলায় নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্ট হতে এ তথ্য পাওয়া যায় বলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭২২ জন। নীলফামারী সদরে ৩৩৩ জন, জলঢাকা উপজেলায় ১১৪ জন, সৈয়দপুর উপজেলায় ৯৬ জন, ডোমার উপজেলায় ৬৪ জন, ডিমলা উপজেলায় ৭২ জন এবং কিশোরগঞ্জ উপজেলায় ৪৩ জন।

নীলফামারী জেলায় মোট করোনা রোগী শনাক্ত ৭২২ জন। এপর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৬৫৭ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৫০ জন। মৃত্যু বরন করেছেন ২ জন নারীসহ মোট ১০ জন।।