গোপালগঞ্জে ১৯ হাজার পরিবারের ঘরবাড়ি পানিবন্দি

0
203

গোপালগঞ্জে বন্যায় ৫ উপজেলার প্রায় ১৯ হাজার পরিবারের ঘরবাড়ি ডুবে আছে। এখন পর্যন্ত এ জেলাটিতে ৩ শ’ ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। ১০৩ টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৮শ’ পরিবারের ৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। ১৫৭ টি আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বন্যা দুর্গতদের মধ্যে দেড়শ’ মেট্রিক টন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এদের জন্য ৬ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ করেছে জেলা প্রশাসন। তবে জেলার নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মারুফ এ তথ্য জানিয়েছেন।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ড. অরবিন্দু কুমার রায় জানিয়েছেন, বন্যার পানিতে তলিয়ে রয়েছে আমন ধানের বীজতলা ও উঠতি আউশ ধান। এছাড়া সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানান, নদ-নদীর পানি ধীরে ধীরে কমে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। মধুমতি নদীর পানি কমে বিপৎসীমার ৫৫ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মধুমতি বিলরুট চ্যানেলের পানি কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীর পানিও প্রতিদিন কমছে।

কোটালীপাড়া উপজেলার মাছপাড়া গ্রামের কমলা সরকার (৫৬) বলেন, “বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে রয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। পুকুরপাড়ের সবজি নষ্ট হয়েছে। গবাদি পশু, হাঁস মুরগি স্বামী, ছেলে ও পরিবার পরিজন নিয়ে খুব বিপাকে রয়েছি। সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি। ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের লোকজন আমাদের খোঁজ খবর রাখছেন।”

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী জানান, জেলার প্রায় ৪ হাজার ঘের ও পুকুর প্লাবিত হয়ে অন্তত ১৮ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে ৫ হাজার মৎস্যচাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন।