রাজধানীতে বিটিআরসি ও RAB-3 এর যৌথ অভিযানে অবৈধ বেতার সরঞ্জাম জব্দ, গ্রেফতার ৫

0
89

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)র এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট এর কারিগরি টিম ও RAB-3 এর যৌথ অভিযানে রাজধানীর হাতিরপুলের বিক্রমপুর প্লাজা এবং ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার, আউটডোর ও ইনডোর এন্টেনা এবং এফএম ট্রান্সমিটর সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ পরিচালিত উক্ত অভিযানে ১৪টি নেটওয়ার্ক বুস্টার, ২৭টি ইনডোর ও আউটডোর এবং ০৩ টি এফএম ট্রান্সমিটর জব্দ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর সংশ্লিষ্ট ধারায় RAB-3 কর্তৃক মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিটিআরসি’র অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়/বিক্রয় এবং ব্যবহার হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে, অন্যথায় কঠোর পদক্ষেপ গৃহীত হবে।