বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত

0
133

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:পুরোহিতের মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য ও কামার ঘন্টাসহ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারীতে পালিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজার উৎসব। শিক্ষা প্রতিষ্ঠানসমু সহ মন্দিরে মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর নতুন সাজে মেতে ওঠে শিশু, কিশোর- কিশোরী, নারী- পুরুষ।

সনাতন ধর্মমতে সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিপ্লকলার দেবী। জ্ঞান বিদ্যালাভের আশায় সনাতন ধর্মবলন্বীরা প্রতিবছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। দেবীর সামনে শিশুদের স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণের হাতেখড়ি দিয়ে বিদ্যার্চ্চার সূচন করা হয়।

বুধবার উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়েরনেতৃত্বে উক্ত বিদ্যালয় ও শেরে বাংলা ডিগ্রী কলেজ, সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমুহ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বাড়িতেসরস্বতী মায়ের রাতুল চরনে পুষ্পঞ্জলি প্রদান করেন ভক্তরা।