একদিনে ৩ উৎসবে মাতবে রাজধানীবাসী

0
130

ঝরাপাতা আর আগুনরাঙা পলাশ জানান দিচ্ছে দুয়ারে ফাগুন। ঋতুরাজকে বরণে প্রস্তুত মানুষ ও প্রকৃতি। বসন্তের রঙের ছোঁয়া লেগেছে সবার মনে। এদিকে বসন্তের প্রথম দিনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী পালিত হবে ভালোবাসা দিবস।

এছাড়া বিদ্যার দেবী সরস্বতীকেও পূজা দেবেন সনাতন ধর্মের শিক্ষার্থীরা। সব মিলে একদিনে তিন উৎসবে মেতে ওঠার অপেক্ষায় নগরবাসী।

বসন্তের আগমনে প্রকৃতির রঙের দোলা লেগেছে তরুণ প্রাণে। বাসন্তী শাড়ি পরে খোঁপায় গাদা ফুল গুঁজে উৎসবে মেতে ওঠার অপেক্ষায় রয়েছেন তরুণ-তরুণীরা।

এদিকে বসন্ত এবং ভালোবাসার রঙ যেন এক মোহনায় এসে মিশেছে রাজধানীর ফুলের দোকানগুলোতে। বাহারি রঙের ফুলে ফুলে সেজে উঠেছে দোকান। দাম যাইহোক, বসন্তকে বরণ ও ভালোবাসা জানান দিতে ক্রেতার ভিড় বেশি।

বসন্তকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে বকুলতলা প্রাঙ্গণ। বসন্তের সাজে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়বে, প্রকৃতির সঙ্গে একাত্ম হবে। প্রীতির বন্ধনে আপন মহিমায় খুঁজে নেবে বসন্তকে এমনটাই প্রত্যাশা সবার।