চিতলমারীতে স.ম ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

0
87

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ স.ম ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ৬১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দুই দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া।

এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তায়জুল ইসলাম তারা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ইদ্রিস আলী মোল্লা, সাইফ আল মামুন খাঁন, লিটন শেখ, জাহিদুর রহমান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবির খান, কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শের আলী শিকদার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রাজু আহম্মেদ।