খুলনায় অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে গণ পরিবহণে জরিমানা

0
97

আহছানুল আমীন জর্জ , খুলনা: ১১ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশে ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও গণপরিবহণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ‘বিভিন্ন গণপরিবহণে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে’ মেসেঞ্জারে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নিকট যাত্রী সাধারণের পক্ষে এমন অভিযোগ আসলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নগরীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে এরূপ অপরাধ সংঘটিত হতে দেখেন। এরূপ অপরাধ করার দায়ে কতিপয় পরিবহণ মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিদুল ইসলাম তমাল এবং জনাব তাহমিনা সুলতানা নীলা। আনসারের সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
যাত্রী সাধারণের অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানা গেছে।