চিতলমারীতে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে সাপ্তাহিক পাঠক সমাবেশ

0
127

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত ভাবে অনুষ্ঠিত সাপ্তাহিক পাঠক সমাবেশ প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠছে স্বপ্নপূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতির পাঠাগার।

প্রতি সপ্তারের শুক্র ও শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা বই পড়ার জন্য স্বপ্ন পূরণ পাঠাগারে ভীর জমায়। এলাকার স্কুল-কলেজ পুড়য়া শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়ার লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিঃ উদ্যোগে ব্যতিক্রম এই সাপ্তাহিক পাঠক সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০ টায় সাপ্তাহিক পাঠক সমাবেশে ক্ষুদে পাঠকদের বই পড়ার প্রতি উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন চিতলমারীর কৃতি সন্তান ও সাতক্ষীরার তালা সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মনিমোহন মÐল, ব্যাংকার মাধব ব্রহ্ম।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ কৃষি কল্যান সমবায় সমিতিরি প্রতিষ্ঠাতা সভাপতি সুধাংশু শেখর সদাইসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ।