৮৫ আসনের ফলাফলে এগিয়ে ইমরান, কাছাকাছি নওয়াজ ও বিলওয়াল

0
90

পাকিস্তানে সাধারণ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ৮৫ আসনে বেসরকারি ফলাফল জানা গেছে। দেশটির জিও নিউজের তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পিটিআই জিতেছে ৩৫টি আসনে। প্রায় কাছাকাছি অবস্থানে আছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন)। দলটি পেয়েছে ২৭টি আসন। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা জিতেছেন ১৮ আসনে।

অন্যদিকে ডন পত্রিকার অনলাইন ভার্সনে একই সময় পর্যন্ত ৩০টি আসনে ফল ঘোষণার তথ্য পাওয়া গেছে। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯ আসনে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন) ১২টিতে এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ১১টি আসনে জয়লাভ করেছে। দুটি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬ আসনে, পিএমএল-এন ৫টিতে এবং পিপিপি ৪টিতে জিতেছে। এদিকে পিটিআই নেতা গোহর আলী খান বিজয়ী হয়েছেন বলে দেশটির গণমাধ্যমে এসেছে। পাকিস্তান নির্বাচন কমিশনের অস্থায়ী ফলাফল অনুসারে, পিটিআই নেতা গোহর আলি খান ১ লাখ ১০ হাজার ২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।