মারা গেছেন আর্জেন্টিনার ‘আইকনিক’ সমর্থক

0
76

আর্জেন্টিনার ফুটবল জগতে পরিচিত ‘তুলা’ নামে। তার আসল নাম কার্লোস পাসকুয়াল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জয়ের অনবরত ড্রাম বাজিয়ে উল্লাস করেছিলেন প্রবীণ এই ভদ্রলোক। ফিফা দ্য বেস্টের ‘বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড’ জিতেছিলেন আর্জেন্টিনার এই ‘আইকনিক’ সমর্থক। সেই তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মারা গেছেন তুলা। খবরটি জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন। নানা জটিল রোগে ভুগছিলেন আর্জেন্টিনার এই ‘আইকনিক’ সমর্থক। বুয়েনস আয়ারসের মিতের সানাতোরিয়ামে গত ৩১ জানুয়ারি অস্ত্রোপচার করান তিনি। তারপর কোমায় চলে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। এরপর আর জ্ঞান ফেরেনি এই আইকনিক সমর্থকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তুলার মৃত্যুতে শোক জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ করা পোস্টে তাপিয়া লিখেছেন, ‘আমরা একে অপরকে কখনো ভুলবো না। তোমাকে সব সময় মনে রাখবো তুলা!’