দুর্গাপুরে পাঁচ দিনব্যাপী গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাধারন সভা উদ্বোধন

0
408

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ দিন ব্যাপী বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ১৩৩তম বার্ষিক সাধারণ সভা উদ্বোধন হয়েছে।

বুধবার সন্ধ্যায় সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর ব্যাপ্টিস্ট মন্ডলীতে এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ জিবিসির প্রেসিডেন্ট পাস্টার বরুন কুমার দারিং। এ সভার মূলবচন ছিলো ” কারন তিনি আপ্যায়িত করেন আকাঙ্খা প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন৷

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয় ও উওরীয় পরানো হয়৷ পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এরপর আলোচনা সভায় সেন্ট্রাল কমিটি অফিসের কর্মকর্তাবৃন্দ, বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন৷

আয়োজকরা জানান,এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজারখ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন৷ প্রতিদিন পতাকা উত্তোলন, প্রার্থনা, আলোচনা সভা, প্রোগ্রাম পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক, প্রতিযোগিতা,ভলিবল প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান হবে ৷ এছাড়াও হিসাব-নিকাস, , কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা পরিকল্পনা তৈরি করা হবে ।

মেলায় আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অধশতাধিক স্টল বসেছে। মেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারী পর্যন্ত।