রাঙ্গাবালীতে ১৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস

0
81

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদী ও সাগর মোহনায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। বুধবার রাতে উদ্ধার করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ জানায়, বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপের দ্বিতীয় দিন বুধবার দিনভর মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার সোনার চর, কলাগাছিয়া, চরআন্ডা এবং বঙ্গোপসাগরের মোহনা থেকে ১১ হাজার মিটার কারেন্ট জাল, ২১টি বেহুন্দি জাল এবং ১৭টি চরঘেরা জাল জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো সদর ইউনিয়নের সামুদাবাদ স্লুইজ ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, পুড়িয়ে ধ্বংস করা জালের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।