শ্রীনগরে অভিযানে জাটকা জব্দ

0
199

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।বুধবার সকালে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ভাগ্যকুল বাজার মৎস্য আড়ত, মান্দ্রা, কবুতরখোলা, বালাশুর ও বৌ-বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক ও আনসার সদস্য বৃন্দ।
মৎস্য অফিসার সমীর কুমার বসাক জানান, জব্দকৃত জাটকাগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।

আগামী ৩০ জুন পর্যন্ত নদীতে জাটজা নিধন, জাটকা আহরণ, মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।