হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু

0
127

হিলি প্রতিনিধি: সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলী কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাজার মূল্যের চেয়ে কম দামে চাল, তেল ও ডাল পেয়ে খুশি সীমান্তবর্তী নি¤œ আয়ের মানুষরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাংলাহিলি চারমাথা মোড়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক রিহাজুল ইসলাম।

টিসিবি পণ্য কিন্তে আশা আব্দুল বারেক বলেন, বাজারে ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম অনেক বেশি। বর্তমান সরকার টিসিবির মাধ্যমে আমাদের চাল, ডাল, তেল দিচ্ছে যা বাজার মূল্যের চেয়ে অনেক কম। এইসব কম দামে পাওয়ায় খুশি আমাদের মতো সাধারণ মানুষ।

খাদিজা আক্তার বলেন, আমার স্বামী একজন লেবার শ্রমিক তার দৈনিক আই খুবকম। এদিকে বাজারে নিত্যপণ্যের দাম উর্দ্ধমুখি হওয়ায় আমাদের মতো সাধার মানুষের বিপাকে পরতে হচ্ছে। আজ সরকারি ভাবে কমদামে টিসিবি পণ্য বিক্রি হচ্ছে তাই নিতে আসছি। এদিকে বাজারে মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্যে পেয়ে খুশি। তিনি আরো বলেন সামনে রমজান মাস টিসিবি বিক্রি যেন চলোমান থাকে। এতে সাধারণ মানুষের উপকার হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় খবরের কাগজকে বলেন, এই উপজেলার ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামেলী কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেয়া হচ্ছে। হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার টিসিবির বিক্রিয় শুরু হয়েছে।