ইজতেমার প্রথম পর্বে কে কখন বয়ান করবেন?

0
51

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে দলে দলে আসছেন মুসল্লিরা।

শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই হাজার হাজার মুসল্লি গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন।

শীত উপেক্ষা করে বুধবার দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষকে ইজতেমা ময়দানে নির্ধারিত খিত্তায় এসে অবস্থান নিতে দেখা গেছে। এসেছেন বিদেশিরাও।

হালকা বৃষ্টির কারণে গত রাতে মুসল্লিদের সাময়িক অসুবিধা হলেও এখন তা কেটে গেছে। তাবলিগের ৬ মূলনীতির আলোকে ইজতেমার মূল প্যান্ডেল থেকে অনানুষ্ঠানিক বয়ানও চলছে। বৃহস্পতিবার ফজরের নামাজের পরে বয়ান করেছেন তাবলিগের মুরব্বি মাওলানা আহমদ লাট।

বাদ জোহর বয়ান করেছেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ আসর বয়ান করেছেন, বাংলাদেশের মাওলানা ফারুক, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

শুক্রবার (২ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। সকাল সকাল ১০টায় তালিমের আমল করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।

বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা ওমর খতিব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। শুক্রবার বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।

শনিবার বাদ ফজর বয়ান করবেন ভারতের মুম্বাইয়ের মাওলানা আব্দুর রহমান। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাইল (গোধরা) ও বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান বয়ান করবেন। এদিন মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সমাপনী বয়ান করবেন।

রোববার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক হেদায়াতি তথা দিকনির্দেশনামূলক বয়ান করবেন। আখেরি মোনাজাতের আগে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহত করবেন। এর পর আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।