চিতলমারীতে সুমন্ত বৈদ্য’র স্মৃতিচারণ সভা ও অন্নদান অনুষ্ঠান সম্পন্ন

0
99

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:বাগেরহাটের চিতলমারীতে সুব্রত বৈদ্য ঠাকুরের স্বর্গীয় পিতা সুমন্ত বৈদ্য’র শ্রাদ্ধত্তোর স্মৃতিচারণ সভা ও অন্নদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার শান্তিপুর গ্রামের বৈদ্যবাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অন্নদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ সভায় ১১ খান সমাজ প্রধান সুদাস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সমাজ পতি মনোরঞ্জন বিশ্বাস ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, অর্চণা বড়াল ঝর্ণা, সমাজপতি সুনীল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা প্রফুল কুমার মন্ডল, আইনজীবী খোকন চন্দ্র মন্ডল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক অজিত কুমার মন্ডল, পরিমল হীরাসহ বিভিন্ন এলাকার সমাজ প্রধানগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্মৃতিচারণ সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ৪ খান সমাজের সাধারণ সম্পাদক অবনী মোহন বসু ও সমাজ সেবক প্রমথ রঞ্জন বাইন। স্মৃতিচারণ শেষে অন্নদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুই সহস্রাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেণ।