প্রথমবারের মতো নাইট্রোজেন ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্তরাষ্ট্রে

0
78

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক আসামিকে প্রথমবারে মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেয়া হবে। স্থানীয় সময় বৃহস্পতিবারই তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো আসামিকে এভাবে মৃত্যুদণ্ড দেয়ার নজির নেই।খবর বিবিসি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম কেনেথ ইউজিন স্মিথ। তার আইনজীবীরা একে নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে আপিল করেন। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে এই আপত্তি ধোপে টেকেনি। এ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করতে ১৫ মিনিট পর্যন্ত তার শরীরে নাইট্রোজেন গ্যাস পাম্প করা হবে।

কেনেথের আইনজীবীরা বিবিসিকে জানান, তারা শেষ মুহুর্তে দেশের শীর্ষ আদালতে আবারও আপিল আবেদন করার চেষ্টা চালাচ্ছেন। কেনেথের (৫৮) বিরুদ্ধে ১৯৮৯ সালে এক যাজকের স্ত্রী এলিজাবেথ সেনেটকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। ভাড়াটে খুনে হিসেবে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ১৯৯৬ সাল থেকে কারাবন্দি আছেন কেনেথ।