মোংলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

0
38

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: মোংলা সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল ১০ টায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া-সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলেদেন।

এসময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হালদার, মোংলা সরকারী কলেজের অধ্যাক্ষ প্রফেসর কে এম রব্বানি, সাবেক অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো: হাবিবুর রহমান, মোংলা থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মো: আহসান হাবিব হাসানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন