ধামরাইয়ে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত

0
76

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ধামরাইয়ে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে ২১ জানুয়ারি (রবিবার) কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ধামরাই উপজেলার জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪২টি প্রতিষ্ঠান এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ধামরাইয়ে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনষ্ঠানে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সকল ইভেন্টে সূয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ সংখ্যক পুরস্কার পেয়ে ১ম স্থান অর্জন করেছে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই নির্বাচনী এলাকার নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ সহ আরও অনেকে।