ধামরাইয়ে গ্যাস সংকটে দুই সহস্রাধিক পরিবার চরম ভোগান্তিতে

0
56

ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাস এর তীব্র সংকট প্রতিনিয়তই দেখা দিয়েছে।গ্যাস সংকটের কারনে এলাকার দুই সহস্রাধিক পরিবারের গ‍্যাসের চুলা একেবারেই জ্বলছেনা।ধামরাই উপজেলার পৌরশহর এলাকার ছোট চন্দ্রাইল,বড় চন্দ্রাইল,হিজলা পাড়া,তালতলা,ছয় বাড়িয়া,ধামরাই দক্ষিনপাড়া,কালিয়াগাড়,বাগনগর,ইসলামপুর,কুমড়াইল,বড় বাজার,উত্তরপাতা,পাঠানটোলা, ঘড়িদার পাড়া,,ও ধামরাই বাজার হইয়া ঢুলি ভিটাসহ দি একমি ফ্যাক্টরির আওতাধিন এলাকা গুলোর বাসা বাড়িতে বাধ্য হচ্ছেন এলপি গ্যাস কিংবা কাঠ-খড় পুড়িয়ে মাটির চুলায় রান্নার কাজ।

ধামরাই পৌরশহর এলাকায় ঘুরে ঘুরে জানা গেছে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রয়েছে এসব এলাকার পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি।

এসব এলাকায় ঘুরে জানা যায়, বিগত এক বছর যাবত গ্যাস সরবরাহ নাই বলতেই চলে,কিন্তু আবাসিক এলাকার বাড়ির মালিকগন নিয়মিত বিল পরিশোধ করেও গ্যাস না পেয়ে চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন।তবে এসব এলাকার গ্যাস সংকটের কারনে অবৈধ গ্যাস সংযোগকে দায়ী করেছেন এলাকাবাসি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বাড়ির মালিকগন।শুধু বাড়ির মালিকগন গ্যাস সংকটের আওতায় নহে, বিভিন্ন ছোট বড় মিল কারখানা গুলোও এর আওতাধিন রয়েছে।বাড়ির মালিকগন বিল পরিশোধ করেও গ্যাস না পেয়ে গ্রাহকদের পক্ষ থেকে বার বার আবেদন নিবেদন করেও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কতৃপক্ষ এই বেপারে প্রয়োজনীয় কোনো ব্যাবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্যাস বঞ্চিত গ্রাহকরা।

বর্তমান অবস্থায় আমাদের এলাকায় গ্যাস সরবরাহ নাই বললেই চলে।গ্যাস সংকটের কারনে আবাসিক এলাকা গুলোতে এলপি গ্যাস কিংবা মাটির চুলায় রান্নার কাজ চালাচ্ছে।এতে এক দিকে গ্যাস বিল অপর দিকে বাড়তি জ্বালানি খরচ বহন হচ্ছে।এলাকা বাসি গ্যাস সংকটের স্থায়ী সমাধানের জোর দাবি জানাচ্ছে।

এ’বিষয়ে মানিকগঞ্জ তিতাস গ্যাস অফিসের অফিস প্রধানের সংঙ্গে মোবাইল ফোনে আলাপ করার চেস্টা করলে তাকে পাওয়া যায়নি বলে জানান বিভিন্নজন।