হিলিতে ফুটবল টুর্নামেন্টে; চাম্পিয়ন দাউদপুর ফুটবল একাডেমি

0
52

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চাম্পিয়ন হয়েছে দাউদপুর ফুটবল একাডেমি।

সিঙ্গাপুর প্রবাসি মুশপিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় বোয়ালদাড় ইয়াং স্পোর্টিং ক্লাব এন্ড পাঠাগারের আয়োজনে গতকাল বিকেলে হিলির বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে পাঁচবিবি রেনেসা ফুটবল একাডেমি ও দাউদপুর ফুটবল একাডেমি অংশ নেয়।

খেলায় নির্ধারীত সময়ের মধ্যে ১-০ গোলে পাঁচবিবি রেনেসা ফুটবল একাডেমিকে হারিয়ে দাউদপুর ফুটবল একাডেমি চাম্পিয়ন হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। গত ৩০শে ডিসেম্বর এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল এতে বিভিন্ন জেলার ১২টি দল অংশ নেয়।

খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার হিসেবে একটি গরু ও রানার্সআপ দলকে একটি খাসি তুলে দেওয়া হয়। এসময় সেখানে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।