বরিশালকে সহজ টার্গেট দিল রংপুর

0
80

রংপুর ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল। এর পর অধিনায়ক সোহানের ২৩ আর শামিম হোসেনের ৩৪ রানের রানে খেলায় ফেরে তারা।

তবে দুজনই ইনিংস বড় করতে ব্যর্থ হন। এর পর শেষ দিকে শেখ মেহেদীর ১৯ বলে ২৯ রানের ক্যামিওতে ১৩৫ রানের পুঁজি পায় রংপুর। বরিশালের হয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ।

৬৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রংপুর। অধিনায়ক নুরুল হাসান সোহান ও আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইও দলকে বিপদে রেখে ফিরে গেছেন। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ৬৫ রান।

চলতি বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম খেলা ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের দুই ওভারে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে রংপুর।

বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান উপড়ে ফেলেন রংপুরের ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিংয়ের উইকেট। এর পর দ্বিতীয় ওভারে খালেদ আহমেদকে আপার কাট মারতে গিয়ে সেই ইমরানের হাতে তালুবন্দি হন রনি তালুকদার। দুই ওভার শেষে ৩ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ১৫ রান।