ঘোড়াঘাটে এক ভুয়া মহিলা চিকিৎসকের জরিমানা

0
83

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক ভুয়া মহিলা চিকিৎসকের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এ জরিমানা আদায় করেন। ভুয়া মহিলা চিকিৎসক সৈয়দা রিমা আক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের মেয়ে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান, আজ সোমবার বেলা ১ টায় উপজেলার আজাদ মোড় এলাকার রীম নার্সিং হোমে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অনুমোদন ও বৈধ কাগজপত্র বা লাইসেন্স ও চিকিৎসকের সনদ দেখাতে না পারায় রীম নার্সিং হোমকে সিলগালা করা হয়। পরে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ এর ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ঐ ভুয়া মহিলা চিকিৎসকের কাছ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হাসপাতালের ডাক্তার মুরাদ, থানার এসআই রাশেদ ও এএসআই সারোয়ার হোসেন।