বিপিএল খেলার ছাড়পত্র পেলেন বাবর-রিজওয়ানরা

0
60

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৭ দলের অংশগ্রহণে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। বিপিএল উপলক্ষে আসতে শুরু করেছেন বিদেশি বিভিন্ন খেলোয়াড়। যদিও শুরুতেই সব খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না।

নিউজিল্যান্ড সফরে থাকায় বিপিএলে একটু দেরিতে যোগ দিচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের মতো খেলোয়াড়রা। তবে তাদেরকে এনওসি বা অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর ক্রিকেট পাকিস্তানের।

আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন রিজওয়ান। বাবর আজম খেলবেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানদের দল রংপুর রাইডার্সে। আর পেসার ওয়াসিম মাঠ কাঁপাবেন খুলনা টাইগার্সের হয়ে।

পাকিস্তান অনাপত্তিপত্র দিয়েছে তাদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহীন আফ্রিদিকেও। তবে তিনি বিপিএলে আসছেন না। খেলবেন সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টিতে, ডেসার্ট ভাইপার্সের হয়ে। পিসিবি সূত্র জানিয়েছে, অনুমতির অপেক্ষায় থাকা খেলোয়াড়দের মধ্যে আছেন টপ অর্ডার ব্যাটার ফখর জামান ও উইকেটকিপার ব্যাটার আজম খানও।