রাশিয়ার হামলায় ইউক্রেনে ৬০ ভাড়াটে সেনা নিহত

0
51

ইউক্রেনের খারকিভ অঞ্চলে ভাড়াটে সেনাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৬০ ভাড়াটে সেনা নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ফরাসি নাগরিক।

বুধবার এই হামলার বিষয় নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইউক্রেনের খারকিভ শহরের একটি ভাড়াটে সেনাঘাঁটিতে হামলা শুরু করে রুশ বাহিনী। সেখানে ৬০ জন নিহত হন। এ হামলায় আহত হয়েছেন আরও ২০ ভাড়াটে সেনা।

স্থানীয় একটি ভবনকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলেন ওইসব ভাড়াটে সেনারা। সেখানেই হামলা চালায় রুশ বাহিনী।

এদিকে বুধবার মধ্যরাতের পর রাশিয়ার লেলিনগ্রাদে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। একই দিন খারকিভে আরেক রুশ হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।