দিনাজপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৮.৫

0
31

অব্যাহত শৈত্যপ্রবাহ আর হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদের স্বাভাবিক জনজীবন। গত দুদিন ধরে দিনাজপুরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে এটিই এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, পৌষের শেষে এসে দিনাজপুরসহ এই অঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন শনিবারও দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাস প্রবাহিত করার কারণে শীতের তীব্রতা বেড়েছে বলে জানান তিনি।

এদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরসহ এই অঞ্চল। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও দেখা মিলছে না সূর্যের। সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।