ধামরাইয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বেনজীর আহমদ এমপি

0
63

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি সংসদীয় আসন ১৯৩ নির্বাচনী এলাকা ঢাকা -২০ ধামরাই আসনে নৌকা মার্কা নিয়ে ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর নির্বাচন পরবর্তী মতবিনিময় ও বিজয় শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণের সাথে।

ঢাকা-২০ (ধামরাই) আসনে ৮৩ হাজার ৭০৯ ভোট পেয়ে নৌকার প্রার্থী বেনজীর আহমদ তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ধামরাই পৌরসভা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সঞ্চালনায় নবনির্বাচিত এমপি বেনজীর আহমদকে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ ফুল দিয়ে সংবর্ধণা ও শুভেচ্ছা মতবিনিময় করেছেন।

এ’সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোকছেদ আলী, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ( এমপি) আলহাজ্ব বেনজীর আহমদ এমপি কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

উল্লেখ্য এবার দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে তৃতীয় বারের মত ঢাকা -২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।