ঘোড়াঘাটে ৩৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে চলছে গণনা

0
87

ঘোড়াঘাট( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনের সংসদীয় এলাকার ঘোড়াঘাট উপজেলার ৩৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে চলছে গণনা । কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রোববার সকাল ৮টা থেকে ৪ টা পর্যন্ত কেন্দ্র গুলোতে এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনটি ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ঘোড়াঘাট উপজেলায় ৩৬ টি কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ ।

এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রতীকে শিবলী সাদিক , জাসদের মশাল প্রতীকে শাহ আলম বিশ্বাস , তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে মো. মোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ড. আজিজুল হক চৌধুরী ও ঈগল প্রতীকে শাহ নেওয়াজ শুভ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনুষ্ঠিত এ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫১৬ জন। এছাড়াও ৩৬টি কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ২৪১টি। এ আসনে মোট ৫ লক্ষ ২৫ হাজার ৬৭৪ জন ভোটার রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের সংসদীয় এলাকা ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনকে ঘিরে ঘোড়াঘাট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নিরাপত্তার নিশ্চিতের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।