টাঙ্গাইল-২ আসনে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করলেন ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার

0
39

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করলেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। রবিবার (০৭ জানুয়ারি) সকাল ৯:৩০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূঞাপুর ও গোপালপুরের মোট ১০ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

ভূঞাপুরে পরিদর্শনকৃত কেন্দ্রগুলো হলো- ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয় ও অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গোপালপুরে পরিদর্শনকৃত কেন্দ্রগুলো হলো- আলমনগর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর রাধারানি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসময় তিনি নির্বাচনী এজেন্ট ও ভোট গ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের সাথে কথা বলেন।