ভোট দেয়া কে জনগন উৎসব হিসেবে নিয়েছে: জাহিদ মালেক

0
58

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে চলবে বিকাল ৪ টা পযন্ত। মানিকগঞ্জ- ৩ আসন ( মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ মালেক রোববার সকাল দশটায় দিকে গড়পাড়া নিউ মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর জয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকেরা।

সকাল ১০টার কিছু পরে পরিবারের সকল সদস্যদের নিয়ে গড়পাড়া নিউ মডেল হাই স্কুল কেন্দ্রে পৌঁছান জাহিদ মালেক । সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন গণমাধ্যমকর্মীরা। সেখানে ভোট দিয়ে কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নাগরিক অধিকার হিসেবে ভোট দিতে আসবেন। মানুষ ভোটের দিন কে ঈদের দিনের মত আনন্দের সহিত ভোট দিতে আসছে। শীতের কুয়াশার সকালে মা-বোন রা ভোট দিতে আসছে। আশা করি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি আরো বাড়বে।

পরে তিনি, ফুকুরহাটি, হরগজ, সাটুরিয়া ইউনিউনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটের পরিস্থিতির খোঁজ খবর নেন।