করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুষ্টিয়ায় চিকিৎসা সরাঞ্জামাদী বিতরণ

0
95

রেজা আহাম্মেদ জয়ঃ করোনা পরিস্থিতি নিয়ে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির সাথে কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৯আগস্ট দুপুর ১২ঘটিকা রোটারিয়ান অজয় সুরেকার উদ্দ্যোগে রোটারি ক্লাব অব কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদী প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ আঃ কাঃ মঃ সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাব জর্জ, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি (জেলা পরিষদ চেয়ারম্যান) হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, নির্বাহী সদস্য মাযহারুল আলম সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট কাজী শামসুন্নাহার আলো, সাধারণ সম্পাদক কেএএম রুয়াইম রাব্বি, প্রোজেক্ট চেয়ারম্যান রোটাঃ অজয় সুরেকা, আই পিপি, একেএস সৈয়দা হাবীবা প্রমূখ।

প্রধান অতিথি বলেন, কুষ্টিয়াবাসী যেন সঠিকভাবে চিকিৎসা সেবা পায় তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য তিনি নির্ভয়ে নিঃসংচে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহবান জানান। রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সহযোগিতায় করোনা রোগীদের জন্য হাইফ্লো নজেল ক্যানোলা, মাস্ক, গার্বেজ ব্যাগ বিতরণ ও বেষ্ট ফিডিং কর্ণার উদ্বোধনকালে একথা বলেন। হানিফ বলেন, রোটারি ক্লাব অব কুষ্টিয়া যেভাবে মানবিক সহযোগিতা করে আসছে। বিশেষ করে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ, এবং হাসপাতালে করোনা রোগীদের জন্য হাইফ্লো নজেল ক্যানোলা, মাস্ক, গার্বেজ ব্যাগ বিতরণ করে মানবিকতার পরিচয় দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।